স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : প্রতিদিন শাসক দলের উদ্যোগে ব্যাপক জাঁকজমক ভাবে পালন হচ্ছে প্রতি ঘরে সুশাসন অভিযান। এর অঙ্গ হিসাবে রবিবার আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভাটি অভয়নগর ঋষিপল্লী এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিষ বসু, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিষ বসু জানান এইদিনের শিবিরে অ্যালোপেথিক চিকিৎসকদের পাশাপাশি আয়ুর্বেদিক এবং হ্যোমিওপেথিক চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। পাশাপাশি শিবিরে আসা লোকজনদের রক্ত পরীক্ষা করা হয় বিনামূল্যে। শিবিরকে কেন্দ্র করে সাধারন মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। তিনি আরও জানান এই ধরনের শিবির যত বেশি করা যাবে ততবেশি মানুষ উপকৃত হবে।