Saturday, March 22, 2025
বাড়িরাজ্যযাত্রীবাহী বাস গাড়ি দুর্ঘটনায় আহত ১৭

যাত্রীবাহী বাস গাড়ি দুর্ঘটনায় আহত ১৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর :  অসাবধানতার কারণে যাত্রীবাহী বাস গাড়ি দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত ১৭ জন। ঘটনা রবিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। জাতীয় সড়কের পাশে মাটির দেওয়াল সহ বিদ্যুৎ খুটিতে ধাক্কা দেয় গাড়িটি। এতে করে বাসে থাকা প্রায় ১৭ জন যাত্রী গুরুতর আহত হন। জাতীয় সড়কে বাস দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়।

বাসের নম্বর টি আর ০৩ ১৩৩৮। বাসে থাকা যাত্রীদের অভিযোগ গাড়িতে প্রচুর পরিমাণে মাল বুঝাই ছিল। চলন্ত গাড়িতে কফির বস্তা গাড়িচালকের উপর পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে অভিযোগ এক যাত্রীর। ঘটনায় আরো একবার স্পষ্ট হয়ে গেছে আগরতলা থেকে গাড়িটি উদয়পুর যাওয়ার সময় রাস্তায় কোন ধরনের চেকিং এর ব্যবস্থা ছিল না। যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে। জাতীয় সড়কের উপর একাধিক থানা অতিক্রম করে গাড়িটি এতটা পথ যায়। কিন্তু এদিন ঘুম ভাঙলো না পুলিশের। তবে গঠনের পর পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য