Friday, April 26, 2024
বাড়িরাজ্যশিক্ষকদের দেখানো দিশা কাজে আসবে ছাত্র ছাত্রীদের : মুখ্যমন্ত্রী

শিক্ষকদের দেখানো দিশা কাজে আসবে ছাত্র ছাত্রীদের : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : যাদের জ্ঞানের পরিধি বিস্তৃত থাকবে। আগামী দিনের তারাই দেশে নেতৃত্ব দেবে। তাদের জন্যই এই দেশ। তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে গোটা দেশ। প্রধানমন্ত্রীর এই বার্তা আজকের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক। রবিবার রানীরবাজার গীতাঞ্জলী হলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর আগ্রহ ও ব্যবস্থাপনায় ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই চলবে না। সত্যিকারের একজন মানুষ হতে হবে। জাগ্রত করতে হবে মানবিক মূল্যবোধ। কাজের মাধ্যমে ছাপ রাখতে হবে শ্রেষ্ঠত্বের। পড়াশুনার পাশাপাশি ধ্যান, যোগ ব্যায়াম –র সঙ্গে যুক্ত হতে হবে পড়ুয়াদের। বইয়ের পোকা হয়ে থাকলেই হবে না। বড় ও শিক্ষকদের সম্মান করতে শিখতে হবে। শিক্ষকদের দেখানো দিশা কাজে আসবে ছাত্র ছাত্রীদের বলে জানান মুখ্যমন্ত্রী। আগে ক্রিকেটে ব্যাটসম্যান কেবল ব্যাট করত। আর বোলার কেবল বোলিং করত। কিন্তু আজকের দিনে অল রাইন্ডার না হলে কোন লাভ নেই বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।  অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের হাতে স্মারক ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। হল পরিপূর্ণ ছিল অভিভাবক ও কৃতি ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য