Saturday, May 24, 2025
বাড়িরাজ্যমথার বিরুদ্ধে সাম্প্রদায়িক সুড়সুড়ির অভিযোগ তুলল বিজেপি

মথার বিরুদ্ধে সাম্প্রদায়িক সুড়সুড়ির অভিযোগ তুলল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর :  উৎশৃংখল দুষ্কৃতিকারী এবং সুড়সুড়ি দিয়ে কোন সন্ত্রাসে বিশ্বাস করে এবং গণতন্ত্রের কথা বলে যারা পাহাড়কে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেই তিপ্রা মথা তথা লাল মথা দলের সমর্থক হাতে শনিবার কাঞ্চনপুর থেকে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বড়মুড়ার বনকুমারী এলাকায় আক্রান্ত হয় বিজেপি এস সি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা রাজ্যের সহকারী নির্বাচনী প্রভারী সাংসদ সমীর ওরাং সহ এস সি মোর্চার  প্রদেশ সভাপতি  বিকাশ দেববর্মা, এম ডি সি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা।

 এই আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানায় প্রদেশ বিজেপি। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিজেপি-র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সমাবেশ থেকে গন্তব্যে ফেরার পথে একদল উশৃঙ্খল দুষ্কৃতিকারী গাড়ি থেকে নেমে অস্ত্র নিয়ে নৃশংস ভাবে আক্রমণ চালায়। গাড়ি থেকে নামিয়ে মারধোর করার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে রাজ্যে ভয়ঙ্কর, উদ্বেগ জনক এবং কলঙ্কময় ইতিহাস তৈরি হতো। একই সঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন তোলা হয় গ্রেটার তিপ্রা ল্যান্ড বলতে তিপ্রা মথা দল কি বোঝাতে চাইছে। তার স্পষ্টীকরণ রাজ্যবাসীর সামনে তুলে ধরার দাবি জানান বিজেপি-র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ঘোলা জলে মাছ ধরে জনজাতি অংশের যুবক যুবতীদের বিভ্রান্ত করে প্ররোচিত করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসনের আহ্বান জানানো হয় কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার জন্য। যাতে নির্বাচনের আগে আর কেউ এই ধরনের ঘটনা সংগঠিত করতে না পারে। সুষ্ঠ ও শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজ্যবাসীর কাছে আহ্বান জানান যারা যারা এই ধরনের অশান্তির বাতারন, খুন , সন্ত্রাস কায়েম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করার জন্য। তাদের কুচক্রকে ন্যসাৎ করার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিজেপি এস সি মোর্চার প্রভারী রামপদ জমাতিয়া, বিজেপি এস সি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!