স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : স্মার্ট সিটির তাকমা লাগানো ওয়াটার এটিএম পরিষেবা মুখ থুবড়ে পড়েছে জিবি হাসপাতালে। উদাসীন সংশ্লিষ্ট দপ্তর। রোগীর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভ। উল্লেখ্য, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি। প্রতিদিন শত শত রোগী এই হাসপাতালে উন্নত পরিষেবা নিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে।
এবং হাসপাতালে ভর্তি থাকছে বহু রোগী। হসাপাতালে আসা রোগী ও তাদের পরিবার পরিজনদের জলের যেন কোন ধরনের সমস্যা না হয় তার জন্য জিবি হাসপাতাল চত্বরে ও.এন.জি.সি এবং স্মার্ট সিটি প্রকল্পে ওয়াটার এটিএম বসানো হয়। বর্তমানে সেই সকল ওয়াটার এটিএম গুলি অকেজো হয়ে রেয়েছে। ফলে পানীয় জলের জন্য প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবার পরিজনদের। জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার পরিজনরা জানান ওয়াটার এটিএম গুলি বসানোর পর কিছু দিন ঠিক ছিল। তারপরই ওয়াটার এটিএম গুলি বিকল হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে ওয়াটার এটিএম গুলি বিকল হয়ে রয়েছে। ফলে জলের জন্য প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। রোগীর পরিবার পরিজনদের দোকান থেকে ২০ টাকার জলের বোতল ২৫ টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। তাই সকলের দাবি এই ওয়াটার এটিএম গুলি সারাই করে দেওয়া হোক। তবে প্রশ্নোত্তর শুরু হয়েছে দীর্ঘদিন ধরে হাসপাতালে ওয়াটার এটিএম -গুলি নষ্ট থাকার পরে সংস্কারের জন্য কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারণে প্রতিদিন বহু রোগী-পরিজনের আর্থিক খরচ হচ্ছে অনেক টাকা।