স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেও সরকারের নীতির পরিবর্তন হয়নি। বাম ছাত্র যুব সংগঠনগুলি ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে নিয়মিত রক্তদান শিবির সংঘটিত করে চলেছে। আর এ শিবিরের উপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শাসক দলের দুর্বৃত্তদের ধারাবাহিক সন্ত্রাস চলছে। তাই বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে বাম ছাত্র যুব সংগঠনের প্রশ্ন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট চলতে দেওয়ার জন্য শিবির বন্ধ করে দেবে, নাকি মানুষের স্বার্থে রক্তদান শিবির জারি রাখবে।
রবিবার ছাত্র যুব ভবনে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই প্রশ্ন তুলুন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন শাসক দলের এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে জনমত সংগ্রহ করে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে। কারণ শাসক দল চাইছে সন্ত্রাস করে বিরোধী রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির বন্ধ করে রাখবে। কিন্তু এর তীব্র নিন্দা জানায় ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ। এদিকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, রাজ্য সরকার স্পষ্টিকরণ দিতে পারছে না গত সাড়ে চার বছরে কতজন সরকারি চাকরি পেয়েছে। এই সরকারের আমলে দিন দিন কর্ম সংকোচ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলি পূরণ করার জন্য সরকারের কোনরকম উদ্যোগ নেই। এর প্রতিবাদে যখন যুবক যুবতীরা রাস্তায় নামছে তখন তাদের পুলিশ দিয়ে হেনস্তা করা হচ্ছে। সরকার বিভিন্ন দপ্তরে স্থায়ী ভাবে নিয়োগ না করে অস্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে। তাই এর প্রতিবাদে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর তীব্র যুব আন্দোলন গোটা রাজ্যে গড়ে তোলা হবে বলে জানান তিনি।