স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : শনিবার কাঞ্চনপুর থেকে আগরতলা ফেরার পথে বড়মুড়ার বনকুমারী এলাকায় আক্রান্ত জনজাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ সমীর ওয়াং। অভিযোগ রাস্তা আটকে পরিকল্পিত ভাবে আক্রমণ চালায় তিপ্রা মথার কর্মীরা। ভাংচুর চালানো হয় গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আরক্ষা কর্মীদের শূন্যে ৫ রাউন্ড গুলি চালাতে হয়।
এরপর ছত্রভঙ্গ হয় তিপ্রা মথার উগ্র কর্মী সমর্থকেরা। এই কনভয়ে ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, প্রাক্তন এম ডি সি পতিরাম ত্রিপুরা ও জনজাতি মোর্চার নেতা বিদ্যুৎ দেববর্মা। এই ঘটনার তীব্র নিন্দা জানান জনজাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি। সরাসরি তিপ্রা মথা দলের কর্মীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন তিনি। দলীয় সমাবেশ থেকে ফেরার পথে রাস্তা জ্যাম করে এই আক্রমণ সংগঠিত করা হয় বলে জানান। আক্রমণের মুখে পড়ে জনজাতি মোর্চার নেতৃত্বদের চারটি গাড়ি। রাতের বিমানে রাজ্য ত্যাগ করেন জনজাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ সমীর ওয়াং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। তবে পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠছে।