স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : শনিবার রাজ্যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয় আদালতের কাজ। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে। মোট ৫৪ টি বেঞ্চে ৬,৫৫৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,২২৯ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১,৩২৮ টি মামলা ছিল।
জাতীয় লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,২২৯ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২০২ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,০০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৮৫৯ টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৮ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৯১ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয় । এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। লোক আদালতে সবচেয়ে বেশি ১২ টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। মামলার পক্ষ-বিপক্ষ ও উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য খোলা হয় হেল্প ডেস্ক । প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করেন। আগরতলা আদালত চত্বরে ১২ টি বেঞ্চ ১১০৫ টি ওঠে। এর মধ্যে ৯ টি ব্যাঞ্চে ২০৫ টি বকেয়া মামলা ওঠে। সদরে ৯০০ মামলার মধ্যে ৪০০ মামলা রয়েছে ব্যাঙ্ক লোন রিকোভারি। দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা রয়েছে। বিকাল ৩ টা চলে লোক আদালত। এই বিষয়ে জানান জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব ঝুমলি দেববর্মা।