স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : ডুম্বুর জলাশয়ের মাছ অবৈধভাবে পাচার করার সময় ১৭০-১৮০ কেজি মাছ সহ এক ব্যক্তিকে আটক করল নতুনবাজার ও যতন বাড়ির মৎস্য ব্যবসায়ীরা। ঘটনা শুক্রবার গভীর রাতে যতনবাড়ি আই টি আই সংলগ্ন এলাকায়। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ উদয়পুরের বাসিন্দা বিকাশ মিয়া প্রায় সময়ই মৎস্য দপ্তরের চোখে ধূলো দিয়ে রাতের আধারে বাঁকা পথে ডুম্বুর জলাশয়ের মাছ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
এই অসাধু ব্যবসায়ীকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সে বেআইনি বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। অবশেষে শুক্রবার রাতে নতুন বাজার যতন বাড়ি এলাকার মৎস্য ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধভাবে এই অসাধু ব্যবসায়ী টি আর ০৩ ৪০৬০ নম্বরের কমান্ডার গাড়ি আটক করে। আরো অভিযোগ অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মৎস্য দপ্তরের অনুমতির কাগজপত্র নেই। উল্লেখ্য, যে মৎস্য দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ভোর পাঁচটা থেকে ডুম্বুর জলাশয়ের মাছ বিক্রি করার অনুমতি রয়েছে। কিন্তু এই অসাধু ব্যবসায়ী দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতের আধারে ডুম্বুর জলাশয়ের মাছ পাচার করছে বলে অভিযোগ। শুক্রবার রাত দেড়টার নাগাদ ১৭০-১৮০ কেজি মাছ সহ অসাধু ব্যবসায়ীকে আটক করে নতুন বাজার ও যতন বাড়ির মৎস্য ব্যবসায়ীরা। খবর পেয়ে মৎস্য দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে ছুটে এসে আটক করা মাছ গুলি বাজেয়াপ্ত করে।