Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপ্রত্যাবর্তন হবে সরকার : রাজীব

প্রত্যাবর্তন হবে সরকার : রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ৭ নভেম্বর থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে শুরু হয়েছে বুথ বিজয় অভিযান। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে বুথ বিজয় অভিযানের কর্মসূচি। রাজ্য ব্যাপী চলা এই বুথ বিজয় অভিযানে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য এবং মণ্ডল নেতৃত্বরাও অংশ নিচ্ছেন।

শনিবার ১৩ প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ৩২ নাম্বার বুথে বুথ বিজয় অভিযানে অংস নেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন বুথের বিভিন্ন বাড়ি বাড়িতে যান। প্রত্যেকটি বুথে যোগাযোগ স্থাপন, বেনিফিসেয়ারীদের সঙ্গে সংযোগ স্থাপন করার কর্মসূচী চলছে। এদিনের বুথ বিজয় অভিযানে এস সি মোর্চা, মণ্ডল সভাপতি ও ডেপুটি মেয়র অংশ নেন। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান মানুষের মধ্যে স্বতঃস্ফুর্ত সাড়া রয়েছে। তার নিরিখে স্পষ্ট ২০২৩ সালে ফের বিজেপি সরকার গঠন করবে। আগামী দিনে বেশী করে মানুষের জন্য সংকল্প থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যেই জেলা সফর সমাপ্ত করেছেন। এবার শুরু হয়েছে মণ্ডল সফর। ২০১৮ চাইতে অনেক বেশি আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ সভাপতি শ্রী ভট্টাচার্যী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য