স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : শনিবার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার বন্দি দলীয় কর্মীদের সাথে দেখা করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের দ্বারা বাধা প্রাপ্ত হলেন কংগ্রেস নেতৃবৃন্দ। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ দলের নেতৃবৃন্দ যান কর্মীদের সাথে দেখা করে তাদের খোঁজখবর নিতে।
কিন্তু কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপওা রক্ষীরা জানান ৩ জনের বেশি কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। তা নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস কর্মী। তারা জানান এর আগে বহুবার বন্দিদের সাথে দেখা করেছেন, এ ধরনের নিয়ম কখনও নজরে আসে নি। আরো জানান এভাবে কেন্দ্রীয় সংশোধনের গাড়ি গেটের সামনে দীর্ঘক্ষন কংগ্রেস নেতৃত্বদের দাঁড় করিয়ে রাখায় দুর্ভোগের শিকার হয়েছেন তারা।