স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : আবারো চিকিৎসকের গাফিলতির ফলে আইজিএম হাসপাতালে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠলো। ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর দক্ষিন জয়নগর এলাকা থেকে তুহিন আক্তার নামে দুই বছরের এক শিশুকে অসুস্থ অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। বৃহস্পতিবার তুহিন আক্তারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তুহিনকে ভর্তি করে।
অভিযোগ শুক্রবার দুপুরে তুহিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে চিকিৎসককে ডাকা হয়। কিন্তু দীর্ঘ এক ঘণ্টা পর চিকিৎসক তুহিনকে দেখতে যায়। ততক্ষণে তুহিন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। এবং চিকিৎসকের সামনে মৃত্যুর কোলে ঢলে পরে তুহিন। মৃত শিশুর পরিবারের লোকজনদের অভিযোগ তুহিনের শারীরিক অবস্থার অবনতির পর চিকিৎসককে ডাকা হলে চিকিৎসক এক ঘণ্টা পরে তুহিনকে দেখতে যায়। শুধু তাই নয় হাসপাতালের নার্স ও স্বাস্থ্য কর্মীরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এইদিকে তুহিনের মৃত্যুর পর তার পরিবারের লোকজন আইজিএম হাসপাতাল চত্বরে উত্তেজিত হয়ে পরে। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। যদিও অনেকদিন আগে এই দ্বিতীয় রেফারেল হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল। চিকিৎসকদের দিকেই অভিযোগ ছিল পরিবারের লোকজনদের। এর তদন্ত কতটা হয়েছে সেটা জানালে রাজ্যবাসীর। তারই মধ্যে আবারো চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনার সাক্ষী রইল আই জি এম হাসপাতাল।