স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই বিশেষ কর্মশালা সংগঠিত করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন গ্রামীন এলাকা গুলিতে সাপ্তাহিক বাজারের দিন দুই ঘণ্টার একটি কর্মসূচী হাতে নেওয়া হবে।
এতে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন , স্বাস্থ্য দপ্তর, ক্রিড়া দপ্তর সহ অন্যান্য দপ্তর গুলি যুক্ত থাকবে। এল সি ডি –র মাধ্যমে নেশা বিরুদ্ধে প্রচার চালানো হবে। থাকবে পথ নাটিকা । বিলি করা হবে হ্যান্ড বিল। রিসোর্সপার্সনরা এই কর্মসূচীতে আলোচনা করবেন নেশার কুফল নিয়ে। যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে এই অভিযান চালানো হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশার বিরুদ্ধে যুব সমাজকে বের করে আনা এবং নেশার বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের জন্য এই অভিযান সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের ৫৮ টি ব্লক, ২৩ টি মহকুমা এবং ৮ টি জেলায় এই অভিযান চালানো হবে । এদিন পশ্চিম জেলার অধীনে থাকা ব্লক গুলির বিডিও, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা অংশ নেন।