স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : প্রধানমন্ত্রী গ্রিভেন সেল-এ নিয়োগের জন্য হ্যান্ডলুম টেকনোলজির ডিগ্রী হোল্ডাররা চাকরির জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে তাদেরকে জানানো হয় রাজ্যে ৪৪ টি পোস্ট ফাঁকা আছে। যা নিয়োগ করা যেতে পারে।
এই শূন্য আসন গুলিতে নিয়োগের দাবীতে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ডিগ্রী হোল্ডাররা। তাদের বক্তব্য রাজ্যে ৬৫ টি ক্লাস্টার চলছে মাত্র ২৪ জন ইন্সপেক্টার দিয়ে। দীর্ঘ দিন ধরে তাদের নিয়োগ করা হচ্ছে না। নিয়োগের দাবীতে হ্যান্ডলুম মন্ত্রীর সঙ্গে দেখা করলেও কোন সদুত্তর মেলেনি। তাই নিয়োগের দাবিতে সোচ্চার হন তারা। রাজ্যে ১০০-র উপর হ্যান্ডলুম টেকনোলজির ডিগ্রী হোল্ডার রয়েছে বলে জানান তারা।