স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : শনিবার পূর্বোদয়া সামাজিক সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে। বার্ষিক সাধারন সভায় প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন, পূর্বোদয়া সামাজিক সংস্থার জন্মলগ্ন থেকেই মানুষের জন্য খাদ্য, বস্ত্র, পুস্তকের বন্দোবস্ত করে আসছে। মানুষের জন্য এগিয়ে আসছে। তাই পূর্বোদয়া সামাজিক সংস্থাকে সাধুবাদ জানান তিনি। এন জি ও কখনও নিজেদের জন্য কাজ করে না। অনেক এন জি ও আছে যারা নিজেদের স্বার্থের জন্য কাজ করে। পূর্বোদয়া সামাজিক সংস্থায় যে অর্থের আসে, সেই অর্থ মানুষের জন্য ব্যয় করা হয় বলে জানান পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নিতি দেব। এবং গরিব অংশের মানুষের জন্য এগিয়ে আসা দরকার বলে অভিমত ব্যক্ত করেন নিতি দেব।