স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ১২ অক্টোবর থেকে শুরু করে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ইন্টারন্যাশনাল হেলথ কভারেজ ডে কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যে আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট আইডি বা আভা নাম্বার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ডিজিটাল মাধ্যমে তথ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উদ্দেশ্যে ন্যাশনাল হেলথ অথরিটির ব্যবস্থাপনায় ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা হয়। এই মিশনের মাধ্যমে দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যপরিকাঠামোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ইকোসিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সংযোগ করার অনুমতি দেয়। দেশের স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা উন্নত করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম জেলার অধীনে চলা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কে একথা জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের কার্যপ্রণালীতে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যপরিষেবা প্রদানকারীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রকল্পের ডিজিটাল পরিকাঠামোতে অন্তর্ভুক্ত করা হয় । যা স্বাস্থ্য পরিষেবার ডিজিটাল সংযোগ স্থাপনে অতি আবশ্যক পদক্ষেপ। এই মিশনের ওপর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বর অথবা আভা নম্বর। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নম্বর অথবা আভা নম্বর হলো ১৪ সংখ্যার নিজস্ব হেল্প আইডি। এই আইডিতে দেশের প্রতিটি নাগরিকের নিজের স্বাস্থ্য সম্বন্ধিত তথ্য ডিজিটাল সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করতে পারবেন। এই আভা নাম্বার এর মাধ্যমে জনগণ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের ডিজিটাল সার্চ করতে পারবেন। যেটা স্বাস্থ্য পরিষেবা প্রদানের দিকটিকেও আরও সহজতর করে তুলবে। দেশের যে কোন জায়গায় তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে লম্বা লাইনেও আর অপেক্ষা করতে হবে না। সঠিক চিকিৎসা সংক্রান্ত তথ্য যেন নির্ভুল পদ্ধতিতে পাওয়া যেতে পারে সেটাও আভা নাম্বার নিশ্চিত করবে বলে জানান জেলা শাসক। ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস সহ অন্যান্যরা।