স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : মঙ্গলবার দুপুরে সিপিআই রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ধরমণি সিনহা তার হাঁপানিয়া নিজ বাড়িতে বসে যখন পার্টির কাজকর্ম করছিলেন। সে সময় আচমকা একদল বিজেপি আশ্রিত দুর্বৃত্ত তার উপর চড়াও হয়ে মারধর করে। বাড়ির বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এবং লুটপাট করে নিয়ে যায় নগদ অর্থ। এই ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদ।
মঙ্গলবার সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানান ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস। তিনি বলেন ঘটনার পর আমতলী থানায় খবর দেওয়া হলে ঘটনার পর দীর্ঘ সময় তার বাড়িতে পুলিশ যায়নি। এই অতর্কিত হামলার করার মূলত কারণ হলো গত ৭ নভেম্বর মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আগরতলা পার্টি অফিস থেকে মহা মিছিল হয়। মিছিলে ধনমনি সিনহা অংশগ্রহণ করেছিলেন। এই মিছিলে জনগণের সমাবেশ দেখে আতঙ্কিত হয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা এদিন ধনমনি সিনহার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনার তীব্র প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।