স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : সোমবার রাতে জোলাইবাড়ির দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এর মধ্যে একটি ঘটনা সংঘটিত হয় ক্ষুদ্ধ জনগণের হাতে। অপর ঘটনাটি দুর্বৃত্তরা সংগঠিত করেছে বলে অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায় এ দিন রাতের বেলা গরু চোররা উত্তর জুলাই বাড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি গাড়ি নিয়ে চুরি করতে আসে। তখন চোরেরা সাথে নিয়ে আসা গাড়িতে অগ্নিসংযোগ করে এলাকাবাসী।
গরুর মালিক নির্মল রায় জানান এদিন রাতের বেলা তিনজন চোর গরু চুরি করতে আসে। তিনি চোর আসার বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখতে পান তিনটি গরু নিয়ে যাচ্ছে চোরেরা। পেছনে ধাওয়া করলে গাড়ি ও গরু ফেলে তিনজন চোর পালিয়ে যায়। পরবর্তী সময় ক্ষুদ্ধ জনতা গরুগুলি উদ্ধার করে চোরদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গরুর মালিক নির্মল বর্মন আরো জানান চোরেরা অন্য কোন স্থান থেকে আরো একটি গরু গাড়িতে করে নিয়ে এসেছিল। সেই গরুটি এলাকাবাসী উদ্ধার করেছে। চোরদের ব্যবহৃত গাড়ির নম্বর টি আর ০১ আর ১৯০০।
এ বিষয়ে জুলাইবাড়ি থানার পুলিশের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে বলে জানান চোরের খপ্পর থেকে রেহাই পাওয়ার গরুর মালিক নির্মল বর্মন। অপর ঘটনাটি সংঘটিত হয় একই রাতে উত্তর জোলাইবাড়ির কালিবাড়ি এলাকায়। দুর্বৃত্তরা দীপঙ্কর সরকারের অটোতে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে অটোর কর্ণধার দীপঙ্কর জানান এদিন রাতের বেলা বারোটা নাগাদ অটোতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দীপঙ্করের অভিযোগ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে কি কারণে এই ঘটনা সংঘটিত করেছে তা বুঝে উঠতে পারছেন না তিনি। ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুটি ঘটনারই মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।