স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : গত ৫ মে জমি সক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপি কর্মী প্রিয়তোষ দাস সহ একই পরিবারের তিনজন খুন হয়েছিল। এদিন দুপুরে কচুছড়া থানার অন্তর্গত ডাব বাড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রয়াত বিজিবি কর্মী প্রিয়তোষ দাসের বাড়িতে যান। কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিবারের সাথে কথা বলে একাধিক বিষয় নজরে এসেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে কাউকে ছাড়া হবে না। আইন আইনের পথে চলবে। দোষীদের যাতে কঠোর শাস্তি হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা সকলে কান্নায় ভেঙে পড়েন। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা সহ প্রশাসনিক আধিকারিকরা।