স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : এ কেমন সুশাসন, রাষ্ট্রীয় রোষে পড়ছে চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা! প্রতিদিন দিশেহারা যুবক-যুবতীরা চাকরির দাবিতে রাস্তায় নামছে। কখনো মন্ত্রীর বাড়ি গাড়ি ঘেরাও করছে, আবার কখনো মহাকরণ অভিযান পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। কারণ ২০১৮ সালের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি পেয়েছিল রাজ্যের বেকার মহল, সেই প্রতিশ্রুতির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে।
চাকুরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মিলছে না চাকরি ! ফলে হতাশাগ্রস্ত হয়ে বেকার মহল নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার কয়েক মাস আগে আন্দোলন ক্রমশ তেজী করে চলেছে। আর সেই আন্দোলনের আগুন নেভাতে চাইছে রাষ্ট্রীয় রোষে। উল্লেখ্য, ২০২২ সালে সিলেকশান টেস্ট ফর গেজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে আচমকা বিক্ষোভে সামিল হয়।
তাদের কাছ থেকে জানা যায় এদিন শিক্ষামন্ত্রী তাদের সময় না দেওয়ায় পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয় পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করার জন্য। এই দাবি নিয়ে দীর্ঘ দিন তারা অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। দুজনেই নিয়োগের ক্ষেত্রে আশ্বাস দিয়েছে। তারপরও এখন এই নিয়োগ নিয়ে চলছে তালবাহানা। এদিকে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। এরই প্রতীবাদ জানিয়ে এদিনের তাদের বিক্ষোভ বলে জানান অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফায়েড ক্যান্ডিডেটস -২০২২। পরে পুলিশ তাদের আটক করে অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। কিন্তু এদিন চাকরির প্রত্যাশী যুবক-যুবতীরা রাষ্ট্রীয় রোষের অমানবিকতায় কান্নায় ভেঙে পড়ে।