স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার আগরতলা শহরে পদযাত্রা করল ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স এন্ড ট্যাকনোলজিস্ট রাজ্য শাখা। এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে।
৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। এই দিনে বিজ্ঞানী রঞ্জেন এক্স রশ্মি আবিষ্কার করেছিল। ১৮৯৫ সালে আলোক রশ্মির মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতি আবিষ্কৃত হয়। এখনো পর্যন্ত সেই পদ্ধতিতেই রোগ নির্ণয় করে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলে জানান রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ অসীম দে। এবিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যেই এধরনের পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা ।