স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : আগামী ১২ নভেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার পক্ষ থেকে সাংবিধানিক অধিকার নিয়ে এক জনসভা সংঘটিত করা হবে। এ জনসভায় রাজ্যের সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য রবিবার সন্ধ্যায় রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে জানান তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি জানান এই জমায়েত যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এই সমাবেশ থেকে সাংবিধানিক অধিকারের মূল্যবান দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হবে। সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে ইতিমধ্যে অনুমতি পাওয়া গেছে।
এ সমাবেশের জন্য দলের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত বলে জানান তিনি। তিনি আরো বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে দিল্লি অভিযান শুরু হবে। দিল্লি অভিযানের জন্য প্রায় ২০০০ কর্মী সমর্থক ত্রিপুরা থেকে রেলে দিল্লির উদ্দেশ্যে যাবে। সাংবিধানিক দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে এবং দিল্লি গেটের সামনে অবস্থান করবে বলে তিপ্রা মথার কর্মী সমর্থকরা বলে জানান তিনি। পাশাপাশি এদিন শ্রী দেববর্মন একাধিকবার বন্দুকের রাজনীতির উচ্চারণ করে সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন সারা দেশেই বন্দুকের রাজনীতি চলছে। এর সমর্থন করে না তিপ্রা মথা। আসন্ন বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা জবাব দিতে প্রস্তুত। এর জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ত্রিপুরায় এসে এডিসির জন্য ১৩০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করে গেছেন। সে টাকা রাজ্য সরকারের কাছে এখনো এসে পৌঁছায়নি। এ বিষয়টি নিয়েও এদিন প্রদ্যোত কিশোর দেববর্মন ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় দাঁড় করান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্য নেতৃবৃন্দ।