Sunday, February 16, 2025
বাড়িরাজ্যবনদস্যদের থাবা সেগুন বাগানে

বনদস্যদের থাবা সেগুন বাগানে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : রাতের অন্ধকারে বনদস্যুরা সেগুন বাগান থেকে গাছ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় চাঞ্চল্য। এই কাণ্ডে জড়িত দশ বনদস্যুর বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় মামলা করলো বাগানের মালিক। ঘটনায় জানা গেছে, গত প্রায় সপ্তাহ খানেক আগে চুরাইবাড়ি এলাকার বাসিন্দা মতসিন আলীর সেগুন বাগান থেকে ১২ টি দামি সেগুন গাছ কেটে নেয় এলাকারই বন দস্যুরা।

 এই বিষয়ে গাছের মালিক যতসিন আলী চুরাইবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন চুরি-কাণ্ডে জড়িত দশ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত বন দস্যুরা বলাই মিয়া, জসিম উদ্দিন, ছাদ উদ্দিন, আলী হায়দার, নুরুল ইসলাম, জয়নুল হক, দই মিয়া, আলম উদ্দিন, আলতাফ হোসেন ও সিহাব উদ্দিন। তারা সকলেই চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়ার বাসিন্দা। এখন দেখার পুলিশ এই বনদস্যুদের জালে তুলতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য