স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : রামনগর ৪ নাম্বার রোড স্থিত রাম ঠাকুর সেবা মন্দির ও মা ঊষা চ্যারিটেবল ট্রাষ্টের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন মেগা স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষাও করা হয়। বিনামূল্যে প্রদান করা হয় ওষুধ। মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার।
সঙ্গে ছিলেন ডাঃ সুশান্ত রায়, রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক সহ অন্যান্যরা। সারা বছর ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে রাম ঠাকুর সেবা মন্দির। ধর্ম ও কর্মের মাধ্যমে চলছে তাদের সেবা দানের উদ্যোগ। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। এই শিবিরের সুবিধা নেন প্রচুর মানুষ। পাশাপাশি এদিন মেয়র স্বাস্থ্য শিবির পরিদর্শন করে নিজেও পরিষেবা নেন।