Monday, February 10, 2025
বাড়িরাজ্যএকই পরিবারের তিনজন সহ হত্যা ৪, আটক নাবালক

একই পরিবারের তিনজন সহ হত্যা ৪, আটক নাবালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল কমলপুর। ফিল্মি কায়দায় একসাথে খুন চারজন। ঘটনা শনিবার কমলপুর থানাধীন দুরাই শিববাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড অন্তর্গত এলাকায় এক ১৩ বছরের নাবালক তার নিজের মা, দশ বছরের বোন, দাদু ও প্রতিবেশী এক অঙ্গনওয়াড়ি কর্মীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার বিবরণে জানা যায় এলাকার হারাধন দেবনাথের ছেলে শনিবার বিকাল ৪ টা নাগাদ সে তার মা সমিতা দেবনাথ, দাদু বাদল দেবনাথ, বোন সুপর্ণা দেবনাথ ও প্রতিবেশী তথা অঙ্গনওয়াড়ি কর্মী রেখা দেবকে কুপিয়ে হত্যা করে বাড়ির একটি গর্ততে গুম করে রাখে।

এলাকাবাসী যাতে টের না পায় তাই অতিরিক্ত শব্দে গান বাজিয়ে হত্যার লিলা সংগঠিত করে। ফলে আশপাশের মানুষ টেরও পায়নি। হত্যার পর সে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিবেশী অঙ্গনওয়াড়ি কর্মী ফুলমতি দেব কমলপুর থেকে ডাক্তার দেখিয়ে জল খাবার জন্য যায়। সম্ভবত তখন অঙ্গনওয়াড়ি কর্মী খুনের দৃশ্য দেখে ফেলায় হয়তো উনাকেও খুন হতে হয়। এদিকে রাতে ঘটনা খবর পেয়ে পুলিশ গিয়ে দেহগুলো বের করে হাসপাতালের মর্গে নিয়ে আসে।

এদিকে রবিবার ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশ সুপার রমেশ যাদব। অভিযুক্তকে হালহালি পেট্রল পাম্প সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ মামলা নম্বর ৬৩/ইউ /এস /৩০২/২০১ আই পি সি ধারায় তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের সংশয় ঘটনায় একা সে জড়িত নাকি অন্য কেউ জড়িত রয়েছে। তবে সে ড্রাগসের নেশায় আসক্ত ছিল বলে প্রাথমিক ধারণা এলাকাবাসী এবং পুলিশের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য