Sunday, February 16, 2025
বাড়িরাজ্যরক্ত ঝড়ছে এবং শহীদ হতে হচ্ছে, কিন্তু লক্ষ্য একটাই : মানিক

রক্ত ঝড়ছে এবং শহীদ হতে হচ্ছে, কিন্তু লক্ষ্য একটাই : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : বামেদের নিয়ম মাফিক রক্তদান শিবির অব্যাহত। মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য ধারাবাহিকভাবে রক্তদান শিবির সংঘটিত করে চলেছে সিপিআইএম এবং বাম ছাত্র যুব সংগঠনগুলি। একইভাবে ১৯১৭-২০২২ ঐতিহাসিক মহান নভেম্বর দিবস উপলক্ষে রবিবার পূর্ব আগরতলা অঞ্চল কমিটি অফিসে সিপিআইএমের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এদিন রক্তদান শিবির পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নভেম্বর বিপ্লব এমন একটা ঘটনা, যেটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। শোষকদের হাত থেকে শোষিতরা ক্ষমতা দখল করেছিল। এবং পৃথিবীর বুকে প্রথম শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। যেটা আজ সমাজতান্ত্রিক সমাজ হিসেবে বলা হয়। অর্থাৎ পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষনমুক্ত একটা স্বাস্থ্যকর সমাজ মানে হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ । বর্তমান সময়ে সেই চিন্তা ধারায় কমিউনিস্টদের প্রগতিশীল মানুষ কাজ করছে। এর জন্য রক্ত ঝড়ছে এবং শহীদ হতে হচ্ছে। এমনকি জবাই হচ্ছে। কিন্তু লক্ষ্য একটাই। তাই এ ধরনের অনুষ্ঠান মতাদর্শকে সুদৃঢ় করতে সুযোগ দেবে বলে আশা ব্যক্ত করেন বিরোধী দল নেতা মানিক সরকার। এদিন শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবং সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। আয়োজিত শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য