স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : রাজ্যে উৎপাদিত সুপারি বর্হিরাজ্যে রপ্তানিতে বাঁধার সম্মুখীন হচ্ছে। এই সমস্যা নিরসনে আসামের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিঠি দিয়ে এ বিষয়ে অবগত করেছেন। কারণ সাম্প্রতিক কালে চুরাইবাড়ি চেকপোষ্টে আসাম পুলিশের বাধাদানের ফলে রাজ্যের সুপারি চাষী ও ব্যবসায়ীরা আসাম সহ দেশের অন্য রাজ্যে সুপারি পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এতে সুপারি চাষী ও ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে বাধার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নজরে আসার পর সরকার উদ্যোগ নেয় যাতে সুপারি চাষি এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের উৎপাদিত সুপারি আসাম এবং দেশের অন্যান্য রাজ্যে পাঠাতে পারেন। বিষয়টি এখনও অমিমাংসিত থেকে যাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে টেলিফোনে এ বিষয়ে কথা বলেন। সমস্যা নিরসনে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছেন। যাতে সুপারি চাষি এবং ব্যবসায়ীদের জীবন জীবিকা নির্বাহের অবলম্বন সুরক্ষিত হয়।