স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : জে আর বি টি-র মাধ্যমে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। শনিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো জানান, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বুনিয়াদি শিক্ষা বিভাগে ৪৫৩ জনকে নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে। এদের মধ্যে জিটি রয়েছে ২৪৮ জন, ইউজিটি ১৯৬ জন, এলডিসি ৪ জন ও গ্রুপ ডি পাঁচজন।
এছাড়া অফার ইস্যু করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার আইন মহাবিদ্যালয় এর জন্য নয়টি এবং ডিগ্রী কলেজের জন্য ৩১ টি। বুনিয়াদি শিক্ষা বিভাগে আগে ১৬৮৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন করে ৪৫৩ জনকে পোস্টিং দেওয়া হয়েছে। অন্যদিকে সেকেন্ডারি এডুকেশনে ১৮৭২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাইপলাইনে রয়েছে পিজিটি ১১০ , জি টি ২৩০ ও স্পেশাল এডুকেটার হিসেবে ২০০ জন। অর্থাৎ মোট ৫৪০ টি চাকরি পাইপ লাইনে রয়েছে। বুনিয়াদি শিক্ষায় চলতি মাসে অফার ইস্যু করা হবে ৩১০৮ টি। উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রুপ এ – তে ৩৮ জন , লেকচারার হিসেবে ৫৭ জন , প্রিন্সিপাল হিসেবে দশ জন অর্থাৎ সর্বমোস্ট ১২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দশ ও তেরো জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাইপলাইনে রয়েছে ২২ জন ককবরক শিক্ষক , প্রিন্সিপাল হিসেবে চারজন , টিআইটির প্রিন্সিপাল একজন , বিএড এর শিক্ষক হিসেবে ছয় জন , অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে ছয় জন। আগামী ২৯ ও ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে টিআরবিটির মাধ্যমে টেট পরীক্ষা বলে জানান তিনি।