স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : ফায়ারম্যান নিয়োগের ক্ষেত্রে আবারো ব্যাপক অনিয়মের অভিযোগ। গত কয়েকদিন ধরে রাজধানীর এডি নগর পুলিশ কমপ্লেক্সের মাঠে অগ্নি নির্বাপণ ও জরুরী পরিষেবা দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া চলছে। চাকুরি প্রার্থীদের শারীরিক মাপ নেওয়ার ক্ষেত্রে এবং দৌড়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ চাকুরি প্রার্থীদের। বঞ্চিত চাকুরি প্রার্থীদের অভিযোগ দৌড়ের জন্য ৬ জন করে গ্রুফ করা হয়েছে। নির্ধারিত দৌড়ের জন্য ১ মিনিট ৩০ সেকেন্ড সময় ধার্য করা হয়। সেই মোতাবেক প্রথম দিকে ১ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে যারা দৌড় সম্পন্ন করতে পেরেছে তাদের যোগ্য বলে গণ্য করা হয়।
কিন্তু শেষে দিকে বেশকিছু গ্রুফকে নির্ধারিত দৌড়ের জন্য ১ মিনিট ৪১ সেকেন্ড, ১ মিনিট ৪২ সেকেন্ড, এমনকি ১ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত সময় প্রদান করা হয়েছে। এই অনিয়ম নিয়ে সরব হয় বঞ্চিত চাকুরি প্রার্থীরা। বঞ্চিত চাকুরি প্রার্থীদের অভিযোগের বিষয়ে অগ্নি নির্বাপণ ও জরুরী পরিষেবা দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন নিয়ম সকলের জন্য সমান। খেলায় যে দল পরাজিত হয় তাদের অভিযোগ থাকতে পারে। তবে কারো কোন অভিযোগ থাকলে শারীরিক মাপ নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা সেই অভিযোগ জানাতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত চাকুরী প্রত্যাশী যুবকরা মাঠ থেকে বের হয়ে বিক্ষোভ দেখায়। তাদের পক্ষ থেকে কেউ কেউ অভিযোগ তোলে নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত বোর্ড নিয়ম মাফিক সিদ্ধান্ত নিয়ে গোটা প্রক্রিয়াটি প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। কারণ দপ্তরের সিদ্ধান্ত ছিল ফায়ারম্যান নির্বাচনের প্রতিটি পর্বকে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে নথি বদ্ধ করার। যাতে যোগ্যদের বাছাই সঠিকভাবে হয়। কিন্তু দেখা গেছে ভিডিও রেকর্ডিং ছাড়াই চলছে যোগ্যতা বাছাই। তাহলে প্রশ্ন কিভাবে নিয়োগের জন্য বোর্ডে থাকা আধিকারিকরা চাকুরী প্রত্যাশী যুবকদের অভিযোগ মিথ্যা বলে প্রমাণ করতে পারবে ?