স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : পুলিশের ভূমিকায় যুব কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতিবাদী মিছিল আছড়ে পড়ল আগরতলা শহরে। শনিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের অপসারণের দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। রাখু দাস বলেন, গত কয়েক মাস ধরে সারা রাজ্যে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর সন্ত্রাস নামে এনেছে বিজেপি।
এবং পুলিশ দলদাসের পরিচয় দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা গ্রহণ করছে। কিন্তু কোন বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কংগ্রেস কর্মীর স্ত্রী এবং পাঁচ বছরের শিশুকে থানায় এনে হেনস্থা করছে পুলিশ। তাই এই মহকুমা পুলিশ আধিকারিককে অবিলম্বে অপসারণের দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি পুলিশকে নিরেপেক্ষ হয়ে বিশালগড়ের ঘটনা সহ গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলির সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এছাড়াও অভিযুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশ এবং সরকারের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দেয়। মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।