Sunday, February 9, 2025
বাড়িরাজ্যবস্তি সম্পর্ক অভিযান ভাজপার

বস্তি সম্পর্ক অভিযান ভাজপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর :   ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক তপশিলী জাতি মোর্চা ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন থেকে শুরু করে ২৬ নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত ৭০ দিনের বস্তি সম্পর্ক অভিযান সংগঠিত করছে। দেশের ৭৫ হাজার বস্তিতে এই কর্মসূচি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ৭৫০০ এস সি হোস্টেলে গিয়ে মত বিনিময় করছে নেতৃত্বরা। বস্তি ও হোস্টেল গুলিতে গিয়ে সেখানকার এস সি সম্প্রদায় ভুক্ত মানুষদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করা হচ্ছে।

তাদের সমস্যা গুলি শনাক্ত করে তা নিরসন এবং কোন ধরনের পরামর্শ থাকলে তাও গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। নিশ্চিত করা হচ্ছে হোস্টেল গুলিতে যারা রয়েছেন যাতে তাদের কোন সমস্যায় পড়তে না হয়। এস সি মোর্চার কার্যকর্তারা এগিয়ে এসে সেবা মূলক মানসিকতা থেকে কাজ করছে। শনিবার বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য রাজ্য সফরে এসে এই কথা বলেন। এদিন তিনি  ড. বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস পরিদর্শন করেন। কথা বলেন ছাত্রী নিবাসে থাকা আবাসিকদের সঙ্গে। তিনি আরও জানান সমগ্র দেশে এখনো পর্যন্ত ৩২ হাজার বস্তিতে এই কর্মসূচী সংগঠিত করা হয়েছে। রাজ্যের বিজেপি সরকার বিগত কংগ্রেস ও কমিউনিস্টের সরকারের চাইতে ভাল কাজ করেছে। কৃষক, এস সি সম্প্রদায় ভুক্ত মানুষ সহ সকল অংশের জন্য কাজ করেছে বর্তমান সরকার। এবং রাজ্যে পুনরায় আগামী ২০২৩ সালে সরকার প্রতিষ্ঠা করার জন্য মন স্থির করা হয়েছে বলে জানান বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য