স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ মতিনগর এলাকায় হৃদয় মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, এদিন গোপন সূত্রের খবরে হৃদয় মিয়ার বাড়িতে চালানো হয় অভিযান। অভিযানে দুটি বাইক আটক করা সম্ভব হয়েছে।
হৃদয় মিয়ার পুলিশের আঁচ টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তার বাড়ির লোকজনেরা বাইক দুটির নথিপত্র দেখাতে পারেনি। পুলিশ বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসে জানতে পারে বাইক দুটি মালিক অন্য কেউ। বাইক দুটির মধ্যে লাগানোর নম্বর প্লেট সঠিক কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়ার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায় অভিযুক্ত হৃদয় মিয়াকে সহসাই জালে তুলবে পুলিশ। পুলিশ আরো জানায়, আইনি প্রক্রিয়ার পর বাইক দুটি মালিকদের হাতে তুলে দেওয়া হবে।