Monday, February 17, 2025
বাড়িখেলাএমবাপ্পেকে টপকে হলান্ড এখন সবচেয়ে দামি

এমবাপ্পেকে টপকে হলান্ড এখন সবচেয়ে দামি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ নভেম্বর: লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকেই ভেবেছেন সবাই। তবে বর্তমানে ব্রাজিলিয়ান তারকার চেয়ে ফরাসি তারকাই বোধহয় তারকা ইমেজে খানিকটা এগিয়ে। মাঠের খেলার পাশাপাশি দলবদলের বাজারেও এমবাপ্পের দাম ঈর্ষণীয়। কিছুদিন আগেও আনুমানিক ১৭ কোটি ইউরো দাম নিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।মাত্র ২৩ বছর বয়সেই একটি বিশ্বকাপ ঝুলিতে পুরেছেন এমবাপ্পে। সংবাদমাধ্যমের মতে, গত মে মাসে পিএসজির সঙ্গে এমবাপ্পে যে নতুন চুক্তি করেছেন, সেটি খেলাধুলার ইতিহাসেই সবচেয়ে দামি চুক্তি। এরপরই দলবদলের বাজারের তাঁর দাম হু–হু করে বাড়ছিল। বোঝাই যাচ্ছে, ফুটবলে এখনো অনেক কিছুই দেওয়ার আছে ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতা এই তারকার। আর সেজন্যই দামটা তো বেশ চড়াই হবে। এত দিন সবাই এমন ভেবে নিলেও ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’ জানাচ্ছে, ঘটেছে ঠিক উল্টো। ফুটবলের বিভিন্ন তথ্য–উপাত্ত ও দলবদলের হালনাগাদ খবর জানানো এই ওয়েবসাইটের হিসেবে এমবাপ্পে এখন আর সবচেয়ে দামি খেলোয়াড় নন। তাঁকে পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড।‘ট্রান্সফারমার্কেট’ বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকা হালনাগাদ করেছে। সে তালিকা অনুযায়ী, হলান্ডের দাম ১৫ কোটি ৬০ লাখ থেকে ১৭ কোটি ইউরোয় হয়েছে। নরওয়ের তারকা এই মৌসুমে ৬ কোটি ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন। ১৭ গোল করে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়নস লিগেও করেছেন আর ৫ গোল। আছে একাধিক হ্যাটট্রিকও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য