স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : বটতলা বাজারে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে বেআইনিভাবে দেশী ও বিলেতি মদ। শুক্রবার রাজধানীর বটতলা বাজারে আবগারি দপ্তর অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয় প্রায় ২০০ লিটারের অধিক মদ। তবে এদিন কোন বেআইনি মদ বিক্রেতাকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান আবগারি দপ্তরের আধিকারিক। আবগারি দপ্তরের আধিকারিক আরো জানান, অভিযান অব্যাহত থাকবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ মদ উদ্ধার করতে পারলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন। গুঞ্জন উঠছে বটতলা পুলিশ ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশকে ম্যানেজ করে বটতলা বাজারে আদিকাল থেকে চলে আসছে মদ বিক্রির রমরমা। পুলিশ চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদিও এখন পর্যন্ত কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আশপাশ এলাকায় ব্যবসায়ীরা দেখে নি। বাজারে কান পাতলে শোনা যায় বটতলা এলাকার বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্টে রাত দশটা – এগারোটার পর চলে মদের রমরমা ব্যবসা। পাল্লা দিয়ে চলে অসামাজিক কাজ। কিন্তু তখন কোন পুলিশ আধিকারিক বা আবগারি দপ্তরকে অভিযানের নামতে দেখা যায় না। ফলে নেশা মুক্ত ত্রিপুরা স্লোগান প্রশ্নের চিহ্নের মুখে।