স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : শুক্রবার সকালে রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায় এক মাঝ বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম স্বপন গোস্বামী। বয়স ৫২ বছর। এদিন সকালে পথচারীরা রাস্তার পাশে মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়।
ছুটে আসে পরিবারের লোকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ এবং মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের মর্গে। মৃত ব্যক্তি মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় বুধবার তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আর বাড়ি ফিরে নি। মৃত ব্যক্তির বাড়ি পূর্ব আড়ালিয়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।