Saturday, February 15, 2025
বাড়িরাজ্যকলেজে দুই সংগঠনের মধ্যে ঝামেলা ঘিরে পরিস্থিতি উত্তেজিত

কলেজে দুই সংগঠনের মধ্যে ঝামেলা ঘিরে পরিস্থিতি উত্তেজিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর :  আচমকা কলেজ উত্তপ্ত। নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনকে হিমসিম খেতে হলো বৃহস্পতিবার। এদিন পূর্বের ঘটনা ঘিরে অমরপুর অদ্বৈত মল্লবর্মন সরকারি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তিপ্রা মথার মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী।

ঘটনার সূত্রে জানা যায় বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা দোকানে জেরক্স করতে যায়। সে সময় কলেজের নয়া সংগঠন তিপ্রা মথার কর্মীদের সাথে বাক যুদ্ধ বাদে। পরবর্তী সময়ে কলেজে এসে দুই পক্ষের মধ্যে কিছুটা হাতাহাতি মত অবস্থা সৃষ্টি হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। কলেজের গেটের দু’পাশে দুই সংগঠনের উত্তেজিত ছাত্রছাত্রীদের আটকে রাখে পুলিশ। এদিকে খবর পেয়ে ছুটে আসে বহিরাগত কিছু ছেলেমেয়েরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য