স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : শুক্রবার ভারতীয় জনতা জনজাতি মোর্চার পক্ষ থেকে টি টি এ এ ডি সি -র ৮ টা জোনালে একই সাথে ১১ টা থেকে ২ টার মধ্যে ডেপুটেশান প্রদান করা হবে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান জনজাতি মোর্চার নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা।
তিনি আরও জানান ১৯ অক্টোবর ৪৪ টা সাব জোনাল অফিসে ডেপুটেশান প্রদান করা হয়েছে। যে দাবিকে সামনে রেখে ডেপুটেশান প্রদান করা হয়েছিল, তার কোন সদুত্তর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তাই শুক্রবার ফের টিটিএএডিসি-র ৮ টা জোনালে ডেপুটেশান প্রদান করা হবে। পাশাপাশি তিনি জনজাতি মোর্চার দাবি গুলি সাংবাদিক সম্মেলন তুলে ধরেন। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জনজাতি মোর্চার মাথাব্যথা নেই তার কষ্ট করে দিলেন তিনি। তিনি বলেন নির্বাচন দপ্তর যখন সিদ্ধান্ত গ্রহণ করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য দাবি ইতিমধ্যে জানায় না জনজাতি মোর্চা। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন কোন রাজনৈতিক দলের সাথে বিজেপি জোট হবেনা তা কেন্দ্র থেকে ইশারা পেয়ে ঘোষনা দিয়েছেন দলের নেতৃবৃন্দ। গত এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি -কে ১৭ টি আসন দিয়ে নিজেরা ১১ টি আসন নিয়ে লড়াই করেছিল। কিন্তু ফলাফল দেখা গেছে বিজিবি ১১ টি আসনের মধ্যে দশটি আসন জয় পেতে সফল হলেও আইপিএফটি ১৭ টি আসনের মধ্যে ডাবল শূন্য পেয়েছে। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দেববর্মার সাথে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা এবং জনজাতি মোর্চার প্রদেশ সাধারন সম্পাদক ডেভিড দেববর্মা।