স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : প্রশাসনিক নিয়ম কানুন না মেনে শহরে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে একাংশ অসাধু ব্যবসায়ী। অবশেষে গোপন খবরের ভিত্তিতে সোমবার জিএসটি দপ্তরের আধিকারিকেরা থাবা বসায় রাজধানীর সূর্য রোড স্থিত একটি চাটার্ড একাউন্টস্ ফার্মে। এই ভুয়া ফার্মটি নাম গোপাল শর্মা এন্ড কোম্পানী। দীর্ঘদিন ধরে আগরতলা শহরে তারা বাণিজ্যের করিডোর করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।
কিন্তু এই ফার্মের কোন রেজিস্টার ত্রিপুরা রাজ্যে নেই। গোহাটি রেজিস্টার ভুক্ত এই সংস্থার আগরতলা শহরে বেআইনিভাবে ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করছে বলে অভিযোগ। প্রশাসনিক আধিকারিকেরা জানান অভিযান করে ব্যাপক অনিয়ম চাক্ষুষ করেছেন তারা। তারপর ফার্মের কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সিস করা হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলে জানান জিএসটি অফিসার হরিপদ রায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রায় আড়াই কোটি টাকার মিথ্যা আইটিসি এই কোম্পানি বিক্রি করেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে। এবং এই ফার্মের সিএ হলেন রাকেশ শর্মা। অভিযুক্ত রাকেশ শর্মা মাসে দু-একবার এসে কাগজে স্বাক্ষর করে দিয়ে কর্মীদের কাজ বুঝিয়ে আবার চলে যান গোহাটিতে বলে জানান প্রশাসনিক আধিকারিক হরিপদ রায়।
এদিন প্রশাসনিক আধিকারিকদের অভিযানের টের পেয়ে দুজন কর্মী ফার্ম থেকে পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফাইল। এর মধ্যে একটি ফাইলে দেখা গেছে সন্দীপ সাহা নামে এক কর্মীর রেজিস্টার রয়েছে। এবং এ ফাইলে দুই কোটি টাকার লেনদেন রয়েছে।গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে জিএসটি আধিকারিকেরা। এদিন অভিযানে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। তারা জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।