স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আত্মসমর্পণকারী নেতাদের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর বাস্তবায়ন করা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান করা, বিদ্যুৎ সমস্যার সমাধান করা, বেকারত্ব নিরসনে সরকারি দপ্তর গুলির শুন্যপদ পূরণ করা সহ ১০ দফা দাবি নিয়ে বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবশেষে দুদিনের গন অবস্থানে বসলো রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া।
মঙ্গলবার সকালে সরকারের কাছে দশ দফা দাবি জানিয়ে মহারানী তুলসীবতী স্কুলের সামনে গনবস্হানে বসে। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী সভাপতি অনন্ত দেববর্মা। তিনি জানান, ১০ দফা দাবি পূরণের সরকার যদি ইতিবাচক ভূমিকা দুদিনের মধ্যে গ্রহণ না করে, তাহলে তারা আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে। কারণ জেলা শাসক মারফত সরকারের কাছে আগে দাবি জানানো হয়েছিল। সমস্ত দাবি পূরণের সরকারের কোন ভূমিকা নেই। যদিও কয়েকটি দাবি পূরণ হয়েছিল কিন্তু অধিকাংশ দাবি পূরণ হচ্ছে না। তাই ডেপুটেশন সহ বিভিন্ন কর্মসূচির পর এবার গণ অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এদিনের আয়োজিত গণ অবস্থানে এছাড়া উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সভাপতি সত্যজিত দাস, সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।