Wednesday, November 29, 2023
বাড়িরাজ্যসীমান্ত জওয়ানদের বাই সাইকেল র‌্যালি

সীমান্ত জওয়ানদের বাই সাইকেল র‌্যালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : সীমান্ত এলাকার মানুষদের সচেতন করতে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সীমান্ত এলাকায় বেআইনি কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়। মঙ্গলবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার পক্ষ থেকে বাই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালিটি এদিন আই সি পি আগরতলাতে ফ্ল্যাগ-অফ করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আই জি সুমিত শরণ। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাইসাইকেল র‌্যালিটি করা হবে। র‌্যালিতে ১৯ জন বিএসএফ জওয়ান অংশগ্রহণ করেছেন। ১২ ডিসেম্বর এ র‌্যালিটির ২৫০০ কিলোমিটার অতিক্রম করে সমাপ্ত হবে। এবং এই র‌্যালিটির সীমান্ত এলাকা দিয়ে চলাচল করবে। সীমান্ত এলাকার মানুষকে সচেতন করা হবে বিএসএফ জওয়ানরা কি কাজ করছে। পাশাপাশি যাতে সীমান্ত এলাকায় বেআইনি পাচার সামগ্রিক বন্ধ করা যায় সে বিষয়ে সীমান্তে এলাকার মানুষের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য