স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : রাজধানীর বটতলা মহাশ্মশানে একাধিক অভিযোগ উঠার পর সমস্যা নিরসনে জন্য সোমবার ছুটে গেলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বটতলা মহা শ্মশানে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, কাউন্সিলার শিল্পী সেন, কাউন্সিলার জাহ্নবি দাস সহ অন্যান্যরা।
বটতলা মহা শ্মশানের বিরুদ্ধে সম্প্রতি বেশকিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এইদিনের সভা করা হয়। এইদিনের সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বটতলা মহা শ্মশানের ডোমদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। আবার ডোমদেরও কিছু অভিযোগ রয়েছে। মহা শ্মশানে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতি রয়েছে। রাতের বেলায় কিছু কিছু লোক প্রবেশ করে। তাই এইদিন বটতলা মহাশ্মশান পরিচালন কমিটিকে নিয়ে সভার আয়োজন করা হয়েছে। শ্মশানে মৃতদেহ সৎকারের জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয়, সেইগুলি একটি মাত্র দোকানে বিক্রয় করা হয়। এতে কিছু সমস্যায় হয়। তাই চিন্তা ভাবনা চলছে আরও দুই তিনটি দোকান খুলে দেওয়ার বিষয়ে। সেখানে সকল সামগ্রীর নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা থাকবে। এতে করে কাউকে হয়রানির শিকার হতে হবে না। নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এইদিন আরক্ষা দপ্তরের কর্মীদের সাথেও আলোচনা করা হয়েছে। বটতলা মহা শ্মশানের যে চুল্লিগুলি অকেজো হয়ে রয়েছে, সেই গুলি অতিসত্বর সারাই করা হবে।