স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : মানবতা হার মেনেছে রাজনীতির কাছে! সামাজিক কর্মসূচিতে পর্যন্ত থাবা বসাতে দ্বিধাবোধ করছে না তারা। অভিযোগ শাসকদলের আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বাধারঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গরিব ও ভবঘুরদের মধ্যে খাবার প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল। রবিবার দিনভর বাধারঘাটের কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেরা টাকা দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৮ তম প্রয়াণ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করে।
প্রায় আড়াই থেকে ৩ হাজার মানুষের খাবারের জন্য চাল ডাল সহ সবজির ব্যবস্থা করে সিদ্ধি আশ্রম বাজারে একটি ঘরে মজুদ রাখে। সোমবার সকালে রান্না করতে এসে দেখে সেই খাবার সামগ্রীগুলি ঘরের দরজা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বাধারঘাট ব্লক কংগ্রেসের সহ-সভাপতি বাবুল বিশ্বাস জানান, রবিবার তারা চাল, ডাল এবং সবজিগুলি ঘরের মধ্যে মজুদ করে রেখেছিল। সোমবার রান্না করতে এসে দেখে দু বস্তা চাল, দু বস্তা ডাল সহ সবজি এবং রান্নার গ্যাসের সিলিন্ডারটি পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও তেল, লবণ, মশলা সহ বিভিন্ন খাবার সামগ্রী গুলি নষ্ট করে ফেলে দিয়ে যায়। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দার জনক। জন বিচ্ছিন্ন হয়ে বিজেপি এগুলি করে চলেছে বলে জানান তিনি। কিন্তু এই দিনের ঘটনা সম্পূর্ণ অমানবিক। ছিঃ ছিঃ রব উঠতে শুরু করেছে গোটা এলাকায়।