Monday, February 10, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল ৯ টা থেকে অমরপুর টাউন রাংকাং চৌমহনীতে সড়ক অবরোধে বসে বিএমএস-এর অধিন যান চালক ও মালিকরা। ঘটনার বিবরণে জানা যায় অমরপুর মহকুমার অধিকাংশ রাস্তা গুলি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এই বেহাল রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য যান চালক ও মালিকরা এলাকার বিধায়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিকট বহুবার দাবি জানিয়েছে।

কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। ফলে যান বাহন চালিয়ে লাভের পরিবর্তে ক্ষতির সন্মুখিন হতে হচ্ছে যান চালকদের। তাই বাধ্য হয়ে এইদিন যান চালক ও মালিকরা সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের ফলে এইদিন রাস্তার দুই পাশে আটকে পরে বহু ছোট বড় যান বাহন। এই সড়ক অবরোধে আটকে পরেন খোদ গোমতী জেলার জেলা শাসক। পরবর্তী সময় তিনি গাড়ি থেকে নেমে সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি সড়ক অবরোধকারীদের আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যে বেহাল রাস্তা গুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। রাস্তা সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য জেলা শাসকের কার্যালয় থেকে সপ্তাহে একদিন অমরপুরে পাঠানো হবে। তিনি সড়ক অবরোধকারীদের নিকট আহ্বান জানান বেহাল সড়ক গুলির তালিকা তৈরি করে মহকুমা শাসকের নিকট জমা দেওয়ার জন্য। পরবর্তী সময় সেই নামের তালিকা তিনি মহকুমা শাসকের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। জেলা শাসকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় যান চালক ও মালিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য