স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : আগরতলা হাঁপানিয়া এলাকার বাসিন্দা শিখা দত্ত মজুমদারের স্বামী কৃষ্ণ দত্ত রবিবার আগরতলা সিদ্ধি আশ্রম থেকে বাড়ি ফেরার সময় হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকার সম্রাট দেবনাথ কৃষ্ণ দত্তের পথ আটকে স্কুটি থেকে নামিয়ে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত করে বলে অভিযোগ।
স্থানীয়রা এই ঘটনা দেখে তড়িঘড়ি ছুটে এসে কৃষ্ণ দত্তকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এদিকে পালিয়ে যায় অভিযুক্ত সম্রাট দেবনাথ। ঘটনার খবর পেয়ে আগরতলা আমতলী থানার পুলিশ অভিযুক্ত সম্রাট দেবনাথকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করে সোমবার। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত যাতে কঠোর শাস্তি পায় তার জন্য পুলিশ দায়িত্ব পালন করছে। এবং কি কারণে এই ঘটনা সংঘটিত করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চঞ্চল্য। কিন্তু এই ঘটনায় ঘিরে আবারো প্রশ্ন হচ্ছে স্মার্ট সিটি নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে। দিন দুপুরে শহরের জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।