স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : রাস্তা অবরোধ এখন ত্রিপুরা রাজ্যে এক ট্র্যাডিশানে পরিণত হয়েছে পান থেকে চুন খঁসলেই অবরোধ। এদিকে জহর নগর কলোনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা সহ প্রচুর সমস্যা রয়েছে এরমধ্যে বিদায়ী ধলাই জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ একটি বদলির নির্দেশ জারি করে চলে যান।
জানা যায় জহরনগর কলোনী উচ্চ বিদ্যালয়ের জনৈক শিক্ষক চেতন বিশ্বাস বদলি হন। এর প্রতিবাদে আজ সকাল নয়টা নাগাদ ছাত্রছাত্রীরা আট নং জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘ এক ঘন্টা পর বর্তমান জেলা শিক্ষা আধিকারিক যতন দেব্বর্মা ছুটে যান এবং ছাত্রছাত্রীদের দাবী মেনে নেওয়ার পর অবরোধ তোলে নেওয়া হয়। এদিকে এই অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পরে প্রচুর যানবাহন আদালত সহ জেলা শাসক কার্য্যালয়ে পৌঁছতে এক ঘন্টা দেরী হয়। তবে ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে চেতন বাবু বাড়ির পাশে বিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে গেলো তা আর বলার অপেক্ষা রাখে না।