স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : গভমেন্ট অফ ইন্ডিয়ার স্টিকার গাড়িতে লাগিয়ে গাঁজা পাচারের সময় আটক লরি চালক। জানা যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিলো আগরতলা থেকে একটি গাড়ি আসামের উদ্দেশ্যে যাচ্ছে তাতে প্রচুর গাঁজা রয়েছে। খবর মোতাবেক আমবাসা থানার পুলিশ বেত বাগান এলাকায় উৎ পেতে বসে থাকে।
রবিবার সকাল দশটা নাগাদ নাকা পয়েন্টে AS-01-D-00966 নম্বরের একটি গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। এই সুযোগে চালক তেলিয়ামুড়ার বাসিন্দা মোহন জমাতিয়া পালিয়ে যায় যদিও কয়েক ঘন্টা পর চালক কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিকে গাড়ি চেম্বারে তল্লাশি চালিয়ে ১১৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় সাথে গাড়ির চালক কে আটক করা হয়। জানা যায় উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। থানা সূত্রে খবর পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে আগামীকাল ধৃত মোহন জমাতিয়াকে আদালতে সোপর্দ করা হবে। এখন দেখার বিষয় পুলিশ ধৃত চালককে জিজ্ঞেসাবাদ চালিয়ে বাকি অভিযুক্তদের জালে তুলতে পারে কিনা। নাকি সবটাই অন্যান্য ঘটনার মতোই ধাপাচাপা করে যায়।