স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : শহরে লাফিয়ে বাড়ছে চুরির ঘটনা। রবিবার এক চোরকে আটক করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে ডাক্তার মৃদুল দাসের চেম্বার থেকে বেশ কিছু বিদ্যুতিন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। ২৪ অক্টোবর ডাক্তার মৃদুল দাস থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দ্বীপ ভট্টাচার্য নামে এক চোরকে আটক করে।
ধৃত চোরের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। তিনি আরও জানান ধৃত দ্বীপ ভট্টাচার্যর সাথে আরও বেশ কয়েকজন এই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দ্বীপ ভট্টাচার্য বেশ কয়েকজনের নাম জানিয়েছে। ধৃত দ্বীপ ভট্টাচার্যকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। অভিযুক্ত চোরের বাড়ি জয়নগর এলাকায়। এই চুরির ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, চুরি যাওয়া বাকি সামগ্রী গুলি উদ্ধারের চেষ্টা চলছে।