Sunday, February 16, 2025
বাড়িরাজ্যঅপরাধমূলক ঘটনার প্রতিবাদে বাঙালি মহিলা সমাজের বিক্ষোভ

অপরাধমূলক ঘটনার প্রতিবাদে বাঙালি মহিলা সমাজের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর :  ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনায় রাজ্যে ক্রমশ প্রতিবাদী হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শনিবার বাঙালি মহিলা সমাজের রাজ্য কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সামিল হয়। এদিন রাজধানীর শিবনগর এলাকায় আমার বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করেন বাঙালি মহিলা সমাজ রাজ্য কমিটির সম্পাদিকা সীমনি দেব।

 তিনি বলেন, কুমারঘাটে গণধর্ষণের ঘটনায় রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর পুত্র জড়িত। কল্যাণপুর ধর্ষণ কাণ্ডেও শাসক দলের জনপ্রতিনিধি যুক্ত। অন্যদিকে চলতি সপ্তাহে নতুন নগর গুলি কাণ্ডে গুরুত্ব জখম হয় দুজন। নলছড়ে তিনজনের উপর প্রাণঘাতী হামলা সংগঠিত হয়েছে। এই ঘটনাগুলি দিয়ে স্পষ্ট রাজ্যের আইন-শৃঙ্খলা বলে আর অবশিষ্ট কিছু নেই। ত্রিপুরার বর্তমান অপরাধমূলক ঘটনা দেশের বহু রাজ্যকে অতিক্রম করে ফেলেছে। যা একপ্রকার উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য