Friday, February 14, 2025
বাড়িরাজ্যজুয়া সামগ্রী আটক করল পুলিশ

জুয়া সামগ্রী আটক করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর :  পুলিশকে ম্যানেজ করে আনন্দ মেলায় জোয়ার আসর। জুয়া সামগ্রী আটক করতে সক্ষম হলেও জুয়ারিদের আটক করতে ব্যর্থ পুলিশ। ঘটনা ৭৯ টিলা কুঞ্জবন এলাকার মেমোরিয়াল ক্লাব এন্ড প্লে সেন্টারে। জানা যায় গত ২২ অক্টোবর থেকে এলাকায় শুরু হয়েছে আনন্দ মেলা।

 আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মেলা চলবে। কিন্তু মেলায় প্রতিদিন চলছে জুয়ার আসর। পুলিশ সবকিছু জেনেও শুক্রবার পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ গোপন বোঝাপড়ায় পুলিশের সমঝোতা হয়ে গিয়েছিল বলে এলাকাবাসীর অভিমত। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পড়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশকে দেখে নাকি জুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে এসে থানার ওসি বাবু এমনটাই দাবী করলেন এদিন। তবে লোক দেখানো কিছু জুয়া সামগ্রী ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসে পুলিশ। তবে এলাকায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়ে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য