Friday, April 19, 2024
বাড়িরাজ্যসারের দোকানে অভিযান, আধিকারিকরা চাক্ষস করলেন অনিয়ম

সারের দোকানে অভিযান, আধিকারিকরা চাক্ষস করলেন অনিয়ম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : মনপাথর বাজারে অবৈধভাবে গজিয়ে উঠা সারের দোকানে অভিযান চালালো বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক। কৃষিদপ্তরের তত্বাবধায়কের নিকট খবর আসে মনপাথর বাজারে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে কৃষিজ সার ও কৃষিজ বীজ বিক্রি করছে। 

 যাদের কোনো প্রকার বৈধ লাইসেন্স নেই।  এই খবর পাওয়ার পর শনিবার মনপাথর ফাঁড়ী থানার ওসি  জয়ন্ত দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদারকে সঙ্গে নিয়ে মনপাথর বাজারে বিশেষ অভিযান চালান তিনি। কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান যে সকল ব্যবসায়ী অবৈধভাবে সার ও বীজ বিক্রি করছে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি। তাই এই অভিযান চালানো হয়। তিনি সকল ব্যবসায়ীকে বৈধভাবে লাইসেন্স করে ব্যবসা করার জন্য আহবান  জানান। এদিন প্রায় ১০ টি দোকানে অভিযান চালালো হয়। কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান  এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য